Wednesday, August 5, 2015

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে গড়ুন আপনার ক্যারিয়ার



ক্যারিয়ার হিসাবে নানা কারণেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুবই আর্কষণীয়। ব্যবসার প্রচার ও প্রসারে ছোট থেকে বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের দিকে ঝুঁকছে। তাই বর্তমান চাকরির বাজারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজিং এক্সপার্টদের চাহিদা বাড়ছে। এই পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে আপনার প্রয়োজন সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজিং এবং দায়িত্ব সম্পর্কে পরিপূর্ণ এবং সুষ্ঠূ ধারণা। আসুন জেনে নিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের দায়িত্বগুলোঃ
সুষ্ঠ পরিকল্পনা গ্রহণ, উন্নয়ন, লক্ষ্য নির্ধারণ এবং সোশ্যাল মিডিয়া কৌশলের সঠিক অনুশীলন নিশ্চিত করা।
সোশ্যাল মিডিয়া সাইটগুলো যেমন- ফেইসবুক, টুঁইটার, গুগল প্লাস, লিঙ্কড ইন , স্লাইড শেয়ার নিয়মিত আপডেটের মাধ্যমে কনজিউমার (ভোক্তা বা গ্রাহক) বা ফলোয়ারদের প্রোডাক্ট বা সেবা সম্পর্কে অবহিত করা।
সাইট এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে হাই কোয়ালিটি কন্টেন্ট নিশ্চিত করা।
কোম্পানির ধরনের উপর ভিত্তি করে আর্টিকেলের জন্য উপোযোগী ও আকর্ষণীয় শিরোনাম নিশ্চিত করা।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণকারী সাইট যেমন- হুটস্যুট(hootsuite.com) , সোশ্যাল ব্রো( social Bro.com) , ফলোয়ার ওঙ্ক( Followerwonk.com) এবং টুইট বস (Tweetboss.com) সফটওয়্যার এর মাধ্যমে সোশ্যাল সাইটগুলো নিয়ন্ত্রণ করা।
কথোপকথন এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে ফলোয়ার বা ফ্যানদের সাথে মতবিনিময়ে সক্রিয় অংশগ্রহন করা।
সপ্তাহান্তে বা নির্ধারিত সময় শেষে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং এর প্রেক্ষিতে রিপোর্ট তৈরি করা।
পণ্য বা সেবার প্রসারের জন্য ই-কুপন, প্রমো কোড অথবা পুরষ্কার প্রদানের মত সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করা, যাতে আপনার ফলোয়ার বা ফ্যানরা উৎসাহিত হয়।
আপনার কোম্পানির ধরণ অনুযায়ী ব্লগ লিখা, যাতে করে আপনার পণ্য বা সেবা সম্পর্কে নতুন ফলোয়ার বা ফ্যানরা জানতে পারে।
কাজের অগ্রগতি জানার জন্য সোশ্যাল অ্যানালাইটিকাল সফটওয়্যার ব্যবহার করা যাতে করে লাইক, শেয়ার কিংবা রিটুইটের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়।
অন্যান্য শীর্ষ স্থানীয় কোম্পানির সোশ্যাল ওয়েব সাইট গুলো বিশ্লেষণ এবং পর্যালোচনা করা, এবং তা থেকে ধা্রণা নিয়ে বিপণন প্রসারে কার্যোপযোগী সিদ্ধান্ত নেয়া।
কনজিউমারদের দ্রুত ফিডব্যাক দেয়া এবং অনলাইনে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহন করা যাতে করে আপনার কোম্পানি সম্পর্কে ধারণা সৃষ্টি হয়।
উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করুন এবং ভাবুন আপনি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এর জন্য উপযুক্ত। আর যদি নাই বা হন প্রস্তুত করে নিন নিজেকে, এখনও খুব বেশি দেরি হয় নি।

Saturday, June 13, 2015

Email Marketing কি এবং এর পটভূমি

ইমেইল মার্কেটিং কি ? 

ইমেইল মার্কেটিং হল এমন একটি মার্কেটিং পদ্ধতি যার মাধমে সরাসরি
 কাস্টমারের ইমেইলে  আপনার পন্য বা আপনার সেবার বিস্তারিত তথ্যগুলো পাঠানো হয় । এর ফলে আপনার কাস্টমার আপনার পাঠানো তথ্যগুলো তার ইনবক্সে পেয়ে যান এবং তার যদি আপনার তথ্য গুলো ভাল লাগে তবে তিনি পণ্যটি কিনতে আগ্রহী হয়ে ওঠেন । এই অনলাইন মাকেটিং এর একটি শক্তিশালী মাধ্যম তার মাধমে আপনি আপনার পন্য বা প্রোডাক্ট এর মার্কেটিং খুব সহজেই করতে পারেন । অনেকেই এই মার্কেটিং কে স্প্যামিং মনে করে থাকেন , আসলে তা ঠিক নয় । এতি আসলে বাস্তবিক অর্থে সম্ভাব্য আপনার ক্রেতাদেরকে কোন পণ্য বা সেবা সম্পর্কে ধারণা প্রদান করা  


ইমেইল মার্কেটিং এর পটভূমি

সর্ব প্রথম ১৯৯৬ সালে প্রথম সাবির ভাটিয়া ও জেমস স্মিথ প্রথম ওয়েববেজ ইমেইল চালু করেন বাণিজ্যিক ভাবে । এর পর মাইক্রোসফট ১৯৯৭ সালে এটি কিনে নিয়ে হটমেইল ইমেইল সার্ভিস এর প্রচলন করে । ২০০০ সালে যুক্তরাষ্ট্রে প্রথম ইমেইল মাধমে পণ্য কেনা বেচা শুধু হয় । পণ্য কেনার আমন্ত্রন এবং অনুরোধ করার জন্য ইমেইল ব্যবহার করা হত । এর পর ২০০৩ সালের পর থেকে ইমেইল মাধ্যমে প্রথম বিজ্ঞাপনের
করার জন্য ব্যবাহার করা হয় ।এর ফলশ্রুতিতে বিভিন্ন ইমেইল কম্পানি গুলো তাদের সার্ভিস আপডেট করে ।সেই থেকেই ইমেইল মার্কেটিং এর জন্য । সময় ও কালের বিবর্তনে সেই এখন ইমেইল সাভিস গুলো তে মার্কেটিং এর জন্য ব্যপক পরিবর্তন আনা হয়েছে ।
 

কেন শিখবেন
 ইমেইল মার্কেটিং ? 

ইমেইল মার্কেটিং একটি এর ব্যবহার জানার খুব সহজ এবং স্বল্প মেধা সাপেক্ষ । যে কেউ ইমেইল মার্কেটিং ঘরে বসেই করতে পারেন । ইমেল মার্কেটিং এর পরিধি বিশাল , অ্যাফিলিয়েশন থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠানের জন্য কিংবা অন্য প্রতিষ্ঠানে সার্ভিস প্রদান করা হতে শুধু করে করে বিভিন্ন মাধমে রয়েছে ইমেইল মার্কেটিং এর ব্যবহার ।এছাড়া  ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে ভালো আয় আয় করতে পারবেন । ইমেইল মার্কেটিং মার্কেটিং কে নতুন ক্রিয়েটিভ সেক্টর হিসেবে বলা যায় । বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে যত কাজ রয়েছে তার ২০ শতাংশই ইমেইল মার্কেটিংয়ের কাজ ।প্রজেক্ট ছাড়াও নির্ধারিত মূল্যে কাষ্টম ইমেইল টেমপ্লেট ডিজাইনিং করে আয় করতে পারবেন । 

আমার লেখা যদি একটু  ভাল লেগে থাকে তবে , কমেন্টস করতে ভুলবেন না ।